আমি স্তব্ধ হই এখ
আমি স্তব্ধ হই এখনো
কিছু খোলা কবিতার ছলে
কিছু হাসি ঠুকরে যায় হৃদয়
অবসরে চুপিসারে! বাধাহীন গ্রহ-নক্ষত্র
সুখের আলিঙ্গন
কিছু জ্বলছে অপূর্ণতায়
কিছুরা ছুটছে ব্যতিক্রম বেজেছিল মৃদু ঝংকার
প্রণয় ঘটেছিল খুব সহজে-ই ;
আসক্তিতে গ্রাস সত্তা-শরীর আমার
প্রিয়া গেঁথে আছে মগজে!! প্রাচীরের শেওলা হয়েই থাকবো
বুঝতে চাই মহাকালে তোমার খ্যাতির মর্ম;
বাহিরে ছিলে অবিচল নারীবাদী তুমি
অথচ ঘরে চর্চা তোমার পুরুষ্যত্বের ধর্ম!
জমকালো বর্জপাত এখন উদযাপনের বিষয়বস্তু
হৃদয়ের গহীনে শুধু দীর্ঘশ্বাসের স্তর;
অক্ষরে অক্ষরে দীক্ষিত মানব বিবেক কন্ঠে
জ্ঞানের মুখোশে খোদাই নিরক্ষরতার স্বাক্ষর! স্তব্ধ হই এখনো
কিছু খোলা কবিতার ছলে
কিছু হাসি ঠুকরে যায় হৃদয়
অবসরে চুপিসারে!
কিছু জ্বলছে অপূর্ণতায়
কিছুরা কিছু বাধাহীন গ্রহ-নক্ষত্র
করছে সুখের আলিঙ্গন
কিছু জ্বলছে অপূর্ণতায়
কিছুরা ছুটছে ব্যতিক্রম ব্যতিক্রম