Уважаемые пользователи Голос!
Сайт доступен в режиме «чтение» до сентября 2020 года. Операции с токенами Golos, Cyber можно проводить, используя альтернативные клиенты или через эксплорер Cyberway. Подробности здесь: https://golos.io/@goloscore/operacii-s-tokenami-golos-cyber-1594822432061
С уважением, команда “Голос”
GOLOS
RU
EN
UA
golosbd
5 лет назад

আসুন সবাই সচেতন হই

আগের তুলনায় অনেকগুণ বেশি স্টুডেন্টস গ্রুপ এখন ট্রাভেলিং কিংবা ট্যুরে যায়। খুব বেশি পরিশ্রমের দরকার নেই। নিজেরা তো অপচনশীল বর্জ্য ফেলবোই না কোথাও গেলে, ফিরে আসার সময় জাস্ট এক বস্তা কিংবা একটা বড় ব্যাগে করে ময়লা নিয়ে আসবো। এভাবে কোন একটা জায়গা থেকে দিনে ১০ বস্তা ময়লা রিমুভ করলে মাসে ৩০০ বস্তা হবে আর ১০ মাসে ৩০০০ বস্তা ! ছোট্ট একটা কাজ জাস্ট আমাদের সবাইকে অভ্যাসে পরিণত করতে হবে। নিজেরা যখন যাবো কিংবা পরিচিত কেউ যখন যাবে এটুকু বলে দিব যেন ফিরে আসার সময় ওনলি এক বস্তা প্লাস্টিক কিংবা বোতল কুড়িয়ে নিয়ে আসে। এভাবে চলতে থাকুক একসময় আমাকে আপনাকে দেখেই অনেকে আগ্রহী হবে। এক বছর কিংবা দুই বছরে না হোক ১০/১৫ বছর পর তো আমরা আমাদের এই প্রাকৃতিক সম্পদগুলোকে পরিচ্ছন্নভাবে পাবো। এই বা কম কি !

একটা নতুন প্লেস ফোকাসড হওয়ার কিছুদিনের মধ্যেই এমনভাবে প্লাস্টিক, চিপসের প্যাকেট, বোতল আর বিরানির প্যাকেটে সে জায়গা ভরে যায় দেখে মনে হয় এই জায়গার কথা কেউ না জানলেই হয়তো বেশি ভালো হত। টিওবি গ্রুপের কিছু ভাইয়া আপু বেশ অনেকদিন থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছেন আমরা দেখছি। কিন্তু সবাই সচেতন না হলে উনাদের পরিষ্কার করা জায়গা আবার আবর্জনাপূর্ণ হতে এক মাস সময়ও লাগবে না।

আসুন সবাই সচেতন হই, অন্যদের সচেতন করি এবং আপনার আমার ছোট ভাইবোন কিংবা সন্তানদের ছোট থেকেই এসব বিষয়ে শিক্ষা দেই।

0
10.151 GOLOS
На Golos с October 2018
Комментарии (0)
Сортировать по:
Сначала старые