munmun
6 лет назадhredaya amer bangla dea
আমি স্তব্ধ হই এখনো
কিছু খোলা কবিতার ছলে
কিছু হাসি ঠুকরে যায় হৃদয়
অবসরে চুপিসারে! শরতে ভেজা গ্রীল;
এখানে মানুষ ঠাসা ইট পাথরের কোনায়
অবসরে খোঁজা হয়নি বিষন্নতার নীল!
আঙুলে আঙুলে জড়ানো অসংখ্য স্মৃতিতে
শুধু হতস্থব্ধ ছিলাম সেদিন পুরো বিকাল!
আমি নাকি মানুষ শ্রেষ্ঠ, তবে-
কেন হৃদয়ে পশুত্বের বসবাস
মুখে বল ভালোবাসো আমায়
অথচ অন্তরে সংশয় সমুদ্দুর!!
অক্ষরে অক্ষরে দীক্ষিত মানব বিবেক কন্ঠে
জ্ঞানের মুখোশে খোদাই নিরক্ষরতার স্বাক্ষর!
জমকালো বর্জপাত এখন উদযাপনের বিষয়বস্তু
হৃদয়ের গহীনে শুধু দীর্ঘশ্বাসের স্তর;
অক্ষরে অক্ষরে দীক্ষিত মানব বিবেক কন্ঠে
জ্ঞানের মুখোশে খোদাই নিরক্ষরতার স্বাক্ষর!