Уважаемые пользователи Голос!
Сайт доступен в режиме «чтение» до сентября 2020 года. Операции с токенами Golos, Cyber можно проводить, используя альтернативные клиенты или через эксплорер Cyberway. Подробности здесь: https://golos.io/@goloscore/operacii-s-tokenami-golos-cyber-1594822432061
С уважением, команда “Голос”
GOLOS
RU
EN
UA
joy69
6 лет назад

হায়রে বাঙালি!

হায়রে বাঙালি!! আমরা কি জাতি হিসেবে এতোটাই অসভ্য হয়ে যাচ্ছি? নাকি উপরে যাই বলি না কেন, বাস্তবে ভেতরে ভেতরে অন্তসারশূন্য। পৌর মেয়র Saidul Karim মনে করেন- ' আমি ঠিক দেশ ঠিক' যার প্রচেষ্টায় ঝিনাইদহে নির্মিত হয়েছে বাংলাদেশের ২য় সর্বোচ্চ শহীদ মিনার। অথচ সেটাকে আমরা রক্ষনাবেক্ষন করতে পারছি কই? শহীদ মিনার আমাদের, দায় ও আমাদের কিন্তু সন্ধ্যার পর যখন তরুণ শিক্ষার্থীসহ সব সকল স্তরের মানুষ দু'কদম দূরেই ডাস্টবিন থাকা শর্তেও দেদারসে বাদাম, ছোলা ও চিপস খেয়ে শহীদ মিনারের পরিবেশ নোংড়া করছে। এই যদি হয় প্রতিদিনকার আচরণ তাহলে কেন শুধু শুধু লোক দেখানো ২১শে ফেব্রুয়ারি পালন করি আমরা? আবার একজন ভদ্রলোক নিজে পাদুকা খুললেও তার ৫বছর বয়সি ছেলেটার পাদুকা পড়িয়েই উঠে পড়েছে শহীদ বেদিতে। শিশুকে যদি আজ বাবা এই মহান মিনার এর নেপথ্য ইতিহাসটি জানাতেন কি ভালোই না হতো। শহীদ মিনার প্রাঙ্গন পরিচ্ছন্নতার দায়িত্বে যে বা যারা রয়েছেন তারা যদি ঘুরতে আসা ব্যক্তিদের কিছুক্ষণ পরপর বলেন এখানে কোন ময়লা ফেলা যাবে না এবং পৌরসভা যদি কয়েকটি ছোট সাইন বোর্ড এ এ নির্দেশনাটি লিখে দেয় তাহলে কৃতজ্ঞ হোতাম। যদিও দায়িত্ব আমাদের তার পরেও গাধা পানি না খেতে চাইলে জোর করে ঘাট পর্যন্ত তো নেয়ার চেষ্টা করতেই পারি। পানি খওয়া না খাওয়াটা গাধার কাজ। আসুন না মেয়র বা পৌরসভাকে দোষ না দিয়ে আমাদের প্রাণের শহরটাকে পরিচ্ছন্ন করি আর সাথে সাথে মুক্তিযুদ্ধের প্রথম হানাদারমুক্ত জেলার সম্মান অক্ষুন্ন রাখি। ✌ জয় হোক সকল শুভ বুদ্ধির,

4
16.175 GOLOS
На Golos с June 2018
Комментарии (1)
Сортировать по:
Сначала старые