কার্তিক উপবাস।
কার্তিক উপবাস।
স্থানঃ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ( সোনারগাঁ, নারায়নগঞ্জ )
আপনজনের কল্যাণ কামনায় প্রতি বছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার উপবাস বা ‘কার্তিক ব্রত' পালন করেন লোকনাথভক্তরা। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন শেষে ভাঙা হয় উপবাস।সাথে বসে মেলা।
এই তিরোধান উৎসবে অংশগ্রহণ করতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ দেশের হাজারো লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে সমবেত হন।
সেই হিসেবে এই বছরে নভেম্বর মাসের ৬,১০,১৩,১৭ এই দিনগুলোতে এবার কার্তিক উপবাসের সময়। ঠিক সন্ধ্যাবেলায়।
চাইলে আপনিও যেতে পারেন আর দেখে আসতে পারেন অন্যরকম কিছু দৃশ্য। মাঝে মাঝে আপনার মনে হবে যে আপনি হয়তো অন্য কোথাও আছেন।
কীভাবে যাবেন আর কতো খরচ পরবেঃ
গুলিস্তানের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গেট থেকে বোরাক এসি, নন এসি বাস ভাড়া ৫৫-৪৫ টাকা মুগড়াপাড়া পর্যন্ত। ৪০ মিনিটের পথ। লোকাল অটোরিকশা নিয়ে বাঘারপাড়া পর্যন্ত ২০ মিনিটের পথ। অটোরিকশা ভাড়া প্রতিজন ৩০ টাকার মতো।
২০০ টাকার মধ্যে আপনার আসা- যাওয়ার খরচ হয়ে যাবে।
আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না। এটি একটি তীর্থস্থান। সুতরাং পরিবেশ ও প্রকৃতি পরিচ্ছন্ন রাখাই আমাদের দায়িত্ব।