GOLOS
RU
EN
UA
powerupme
в прошлом году

ভেঙেচুরে ঘুরে তাকাই

এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার ,
এ মৃত মহাদেশে রোদ্দুর বারবার ,
হয়তো নদীর কোনো রেশ,
রাখতে পারিনি অবশেষ |
অথবা খেলায় সব হাতগুলো হারবার
পরেও খেলেছি এক দান ,
বুঝিনি কিসের এত টান !

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !

কতবার তোর আয়না ভেঙেচুরে ঘুরে তাকাই,
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই,
আমার মতে তোর মতন কেউ নেই !

0
10.071 GOLOS
На Golos с October 2018
Комментарии (0)
Сортировать по:
Сначала старые